শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন

সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩০ Time View

 

 

 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :

 

সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার ।দুর্ঘটনা হ্রাস, পরিবহন খাতের উন্নয়নসহ পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে সৌদি সরকার বৈদ্যুতিক চালকবিহীন গাড়ি চালু করতে যাচ্ছে ।

সৌদির পরিবহন উপমন্ত্রী রুমাইহ আল রুমাইহ সম্প্রতি রিয়াদের বিজনেস ফ্রন্টে ‘ধাহাইনা’ (স্মার্ট) শীর্ষক একটি প্রকল্পের আওতায় পরীক্ষামূলক চালকবিহীন গাড়ির উদ্বোধন করেন। রিয়াদ বিজনেস ফ্রন্টের মালিক আরওএসএইচএন গ্রুপ।প্রতিষ্ঠানটি হাঁটার সুবিধাযুক্ত পথ এবং পরিবেশবান্ধব যোগাযোগের উন্নয়নে কাজ করে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য ছিল, দেশটিতে চালকবিহীন গাড়ি সম্পর্কে মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধি করাসহ এই গাড়ির গ্রহণযোগ্যতা সবার সামনে তুলে ধরা ।

জানা যায় এটি দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ ছিল মাত্র। শিগগিরই চালকবিহীন গাড়ি চালুর বিষয়ে নতুন নীতিমালা তৈরি করা হবে। চালকবিহীন গাড়ি চালুর উদ্যোগ সমসাময়িক পরিবহন ব্যবস্থাকে সহজতর করবে এবং ভবিষ্যতে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা হবে।

পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক গাড়ি চালুর বিষয়ে মন্ত্রণালয় জানায়, পরিবহন-সম্পর্কিত দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা,অভ্যন্তরীণ গতিশীলতা বৃদ্ধি ও পরিবেশের ওপর পরিবহন খাতের প্রভাব কমিয়ে আনাই তাদের মূল উদ্দেশ্য ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়