নিজস্ব প্রতিবেদকঃ
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির মধ্যে চাঁদপুরের তুষার (২০) নামে এক যুবক রয়েছেন।
তুষার মতলব দক্ষিণ খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা। বাবার নাম মনির মজুমদার।
বিষয়টি নিশ্চিত করেছেন খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল।
ঘিলাতলী গ্রামের ইব্রাহীম ঢালী জানান, গত ১১ মাস আগে তুষার সৌদি আরব যান কাজের উদ্দেশ্যে। ২৬ মার্চ ওমরা করতে সে মদিনা যাচ্ছিল। তাকে বহন করা বাস আকাবা শারে এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। এতে তুষার মারা যান।
স্থানীয়রা জানান, তুষারের বাবা দ্বিতীয় বিয়ে করার পর সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। এক সময় সে নারায়ণপুর বাজারে মুদি দোকানে কাজ করতো। পরে তার মা কিস্তিতে টাকা তুলে তাকে সৌদি আরবে পাঠায়।
উল্লেখ্য বাসের ৪৭ জন যাত্রীর মধ্যে ৩৪ জনই ছিলেন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ জন নিহত হন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply