আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :
সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) ভারত থেকে চিংড়ি আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।
ভারত থেকে আমদানি করা হিমায়িত চিংড়ি পণ্যগুলিতে হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস (ডব্লিউএসএসভি) উপস্থিতি সনাক্ত করার পরে এই স্থগিতাদেশ দিয়েছে দেশটি।কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যে পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সীমান্ত ক্রসিং দিয়ে আমদানি করা চিংড়িসহ সকল সামুদ্রিক পণ্যের নমুনা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।
নমুনা পরীক্ষার সময় দেখা গেছে যে ভারত থেকে আমদানি করা হিমায়িত চিংড়ি পণ্যগুলিতে (ডব্লিউএসএসভি) ভাইরাসের উপস্থিতি রয়েছে এবং পরবর্তীতে কর্তৃপক্ষ চিংড়ি আমদানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়।
(এসএফডিএ)বলেছে যে ভারত থেকে আমদানি করা পণ্যগুলির সুরক্ষা নিশ্চিত না করা পর্যাপ্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে ।
উল্লেখ্য যে, হোয়াইট স্পট সিন্ড্রোম পেনাইড চিংড়ির একটি ভাইরাল সংক্রমণ।রোগটি অত্যন্ত প্রাণঘাতী এবং ছোঁয়াচে,এতে চিংড়ি দ্রুত মারা যায়। তবে এটি মানুষের স্বাস্থ্য বা খাদ্য নিরাপত্তার জন্য তেমন হুমকি সৃষ্টি করে না।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply