আন্তর্জাতিক ডেক্স:
চলমান সংঘর্ষের মধ্যে ১৩৫ জন বাংলাদেশি নাগরিককে পোর্ট সুদান থেকে সৌদি আরবের সামরিক উড়োজাহাজে করে জেদ্দায় সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারিক আহমেদ জানান, রবিবার (৭ মে) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে বাংলাদেশিদের নিয়ে সৌদি বিমানটির উড্ডয়নের কথা রয়েছে। সৌদি সরকারের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক চাপে যুদ্ধবিরতিতে পৌঁছালেও উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পেছনে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ পরস্পরকে দোষারোপ করছে।
সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে চলে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
আমার প্রণের বাংলাদেশ/ বি হোসেন
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply