মোঃ রানা, শ্রীপুরঃ
গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র শ্রীপুর মডেল থানা সংলগ্ন শ্রীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা আজ মিছিল নিয়ে নেমে এসেছে রাস্তায়। তাদের দাবী হলো তারা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাচ্চু মন্ডলের পদত্যাগ চায়। কারণ উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বাচ্চু মন্ডল স্কুল পড়ুয়া কিছু ছাত্রীকে মোবাইলে অশ্লীল ম্যাসেজ দ্বারা উত্তপ্ত করে আসছিলো।
ভুক্তভোগী ছাত্রীরা জানায়, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হলে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অদ্য সকাল ১১টার দিকে শ্রীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত্বর ঘুরে শ্রীপুর মডেল থানার সামনে এসে প্রতিবাদ জানায়। অবশেষে থানা পুলিশের সহায়তায় শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয় স্কুলে।
অনেক ঐতিহ্য ও স্বনামধন্য প্রতিষ্ঠান এই শ্রীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতির সাথে কথা হলে তিনি বলেন, এসব চক্রান্ত করে আমাকে মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য একটি কু-চক্রী মহল আমাদের পিছনে উঠে পরে লেগেছে।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, যা হয়েছে তার সব আল্লাহর তরফ থেকেই হয়েছে। অন্যান্য শিক্ষকরা বলছেন আমরা এই বিষয়ের কিছুই জানিনা।
সাধারণ মানুষ বলছে, শ্রীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধি করতে স্থানীয় সংসদ সদস্য যখন যাকে নিয়োগ দিবে তখন তার সম্পর্কে ভালো ভাবে জেনে নিলে আজ এমন লজ্জায় পড়তে হতোনা ঘোটা শ্রীপুর বাসীকে।
এদিকে স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, যেই প্রতিষ্ঠানে আমাদের আগামী প্রজন্ম বাচ্চা মেয়েদের কোন নিরাপত্তা নেই, সেখানে আমাদের কলিজার টুকরা সন্তানদের পড়ালেখার জন্য পাঠাতে রুচিতে বাঁধবে। সঠিক তদন্তের মাধ্যমে এর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন সর্ব মহল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply