হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বিলকাটিয়া গ্রামের নয়ন শেখের সাথে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বরিয়া গ্রামের রিপনের বড় মেয়ে মনিরা খাতুন এর সাথে ২০১৩ সালে বিয়ে হয় । তদের ঘরে সিনহা(৫} এবং সিফাত (৪} ছেলে মেয়ে হয় । হাসিখুসির সংসারে নয়ন মনিরা সুখেই ছিল ।
গত ২২/০৭/২২ তারিখে ঘরে শব্দ পেয়ে দরজা ভেজ্ঞে বাড়ীর লোকজন গলায় ওড়না পেচানো ঝুলন্ত মনিরা কে মূত অবস্থায় উদ্ধার করে । স্থানীয় থানায় খবর দিলে কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয় । দাফনের ২ মাস পর মনিরার বাবা রিপন ও সজনদের দাবী তাকে বালিশ চাপা দিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় ।
এলাকাবাসীর দাবী ভেতর থেকে দরজা লাগানো ছিল কি করে হত্যা করা হলো । তাদের দাবী নয়ন দোকানে চাকুরি সূত্রে বেশীর ভাগ সময় বাহিরে থাকাই মনিরা পরকীয়া আসক্ত হয় । তাদের মদ্ধে কোন ঝামেলার কারণে সে আত্মহত্যা করেছে । এ ব্যাপারে একঠটি অপমৃত্যু মামলা হয়েছে । এদিকে বাবা রিপন বাদী হয়ে কুষ্টিয়া কোর্টে মামলার প্রস্তুতি চলছিল ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply