সোহেল রানা :
টেকনোলজিস্টের ঘাটতি থাকায় সারা দেশের চিকিৎসা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব রয়েছে। অনেক স্থানে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকলেও টেকনোলজিস্টের অভাবে সেগুলোর সুফল রোগীরা পাচ্ছেন না। এমনকি দামি অনেক যন্ত্র ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ গোলাম সারোয়ার, মোঃ আজিজুল হাকিম, আওলাদ হোসেন খান, আরিফ মোঃ রাফি উদ্দিনকে বদলি করা হলেও এখনো বহাল তবিয়তে স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বার্থে জারীকৃত আদেশ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের কর্মস্থলে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসনের আদেশ অমান্য করে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ গোলাম সারোয়ার, মোঃ আজিজুল হাকিম, আওলাদ হোসেন খান, আরিফ মোঃ রাফি উদ্দিন এখনো জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্ব-কর্মস্থলে বহাল থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে এক’ই দিনে, গত (২২শে ডিসেম্বর ২০২২) স্বাস্থ্য অধিদপ্তরের অফিস আদেশ (স্বা:অধি:/প্রশা-৩/মেডি:টেক: পদায়ন-৪৯/২০১৭/) স্মারক মূলে মোঃ গোলাম সারোয়ার, মোঃ আজিজুল হাকিম, আওলাদ হোসেন খান, আরিফ মোঃ রাফি উদ্দিন’কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেষন ও শুন্য পদে বদলির আদেশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার মোঃ শামিউল ইসলাম এবং মহাপরিচালকের পক্ষে সহকারী পরিচালক প্রশাসন-১ ডা: মুহাম্মদ মইনুল হক খান স্বাক্ষরিত উক্ত আদেশে উল্লেখ করা হয়, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে আদেশ জারির ৫ (পাঁচ) দিনের মধ্যে ছাড়পত্র গ্রহণ পূর্বক প্রেষনকৃত ও শুন্য পদে কর্মস্থলে যোগদান করিতে হইবে।
অন্যথায় ০৬ (ছয়) দিনের দিন হইতে সরাসরি অব্যাহতি পাইয়াছেন বলিয়া গণ্য হইবে। স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনার পরও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্মস্থলে যোগদান করেননি মোঃ গোলাম সারোয়ার, মোঃ আজিজুল হাকিম, আওলাদ হোসেন খান, আরিফ মোঃ রাফি উদ্দিন। তবে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একটি সুত্র জানায়, মোঃ গোলাম সারোয়ার, মোঃ আজিজুল হাকিম, আওলাদ হোসেন খান, আরিফ মোঃ রাফি উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের আদেশ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার শামিউল ইসলাম এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে যিধঃংধঢ়ঢ় মেসেজ দেখার পরেও তিনি কোন সদোত্তর মেলেনি। জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ডাক্তার নাসির উদ্দিনকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনিও ফোন রিসিভ করেনি।
উক্ত বদলীর বিষয়ে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ গোলাম সারোয়ার জানান, আমরা আত্মপক্ষ সমর্থন করে পরিচালক প্রশাসন বরাবর চিঠি পাঠিয়েছি, প্রশাসন থেকে কোন সদুত্তর না পেয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটেই কর্মরত আছি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply