মোঃ শামছুল হক :
স্বাস্থ্য কমপ্লেক্সে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী তৈরি সংরক্ষণ ও বিক্রয় প্রশিক্ষণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। ১৩ এপ্রিল বুধবারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও শেরপুর কার্যলয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সম্মত নিরাপদ ভাবে ইফতার সামগ্রী তৈরির লক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন নিয়ম কানুন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে পরামর্শ ও স্বাস্থ্য সম্মত উপায় তুলে ধরে বক্তব্য রাখেন,শেরপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল আলম । পরামর্শ মুলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ফিরোজ আলম।উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক একে এম মাসুদুর রহমান,ও স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হক মানিক, শেরপুর জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী সাদিয়া সুলতানা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় ৪০ জন ইফতার সামগ্রী বিক্রয় সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণ কারীরা স্বাস্থ্য সম্মত নিরাপদ উফতার সামগ্রী বিক্রয়ের প্রতিশ্রুতি প্রকাশ করেন।