শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে ট্রেন আটকিয়ে মানববন্ধন ঢাকাসহ তাপপ্রবাহ বইছে ৬০ জেলায় সোনারগাঁয়ে ৭টি রেষ্টুরেন্টসহ দুই হাজার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন ১ জনকে আটক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ছে ১১৮৯ কোটি টাকা দাম কমবে ইন্টারনেটের ১৬১ টাকা কমলো ১২ কেজি এলপিজির দাম মেলান্দহের আদ্রা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রিমহলের ষড়যন্ত্র! উত্তরা আব্দুল্লাহপুর বেড়িবাঁধ রেললাইন বস্তি অপরাধ মাদকের অভয়ারণ্য গুলশান-বনানীর বিস্তৃত এলাকার একচ্ছত্র মাদক সম্রাট হুমায়ুন কবির গাজী ক্ষমতার জোরে অন্যের জমি দখলের চেষ্টা অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামালের বিরুদ্ধে; থানায় অভিযোগ

স্মার্ট ওয়ার্ড গড়ার লক্ষ্যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আলহাজ্ব মোহাম্মদ রোমান শেখ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৯ Time View

 

 

মোঃ রাজন ইসলাম রাজু :

 

আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে নগর জুড়ে শুরু হয়েছে প্রচার প্রচারণা জনসংযোগ। নানা প্রতিশ্রুতি পোস্টার ফেস্টুনে মত সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। নগরীর ৪৪নং ওয়ার্ডেও চলছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে জল্পনা কল্পনা। এ ওয়ার্ডের সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ব্যবসায়ী মোহাম্মদ রোমান শেখ।

৪৪নং ওয়ার্ডের সভ্রান্ত মুসলিম পরিবারের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মরহুম আলহাজ্ব ইসমাইলের পুত্র। ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে মোহাম্মদ রোমান শেখ প্রতিষ্ঠা করেছেন ইমান আলী মসজিদ, মরহুম আলহাজ্ব ইসমাইল বৃত্তি ফাউণ্ডেশন। গরীব দুঃখীদের জন্য সর্ব সময় ত্রাণ, বৃদ্ধদের বয়স্কভাতা। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠাতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জনকল্যাণের জন্য তিনি ফান্ড ও অর্থ অনুদান দিয়ে আসছেন।

মোহাম্মদ রোমান শেখ টঙ্গী সরকারী কলেজ থেকে বিএ পাস করেন। বর্তমানে টঙ্গী থানা প্রেসক্লাবে ভাইস প্রেসিডেন্ট। করোনাকালীন সময়ে মোহাম্মদ রোমান শেখ নিজেদের ফাউন্ডেশনের মাধ্যমে টিম তৈরি করে স্বেচ্ছাসেবক নিয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত ছিলেন।

টঙ্গীর ৪৪নং ওয়ার্ডে অসংখ্য অসহায় দরিদ্র ও কোরোনায় ক্ষতিগ্রস্থ মানুষের দোয়ারে দোয়ারে ঔষধ, খাবার বিতরণ, চাঊল, ডাল, তেল, আলু ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস দ্বারা সেবা করে গেছেন। কিন্তু বিতরনের সময় কোন ছবি তুলে অন্যদের মত ফেসবুকে পোস্ট করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন নাই । মৃত্যুর ভয়কে উপেক্ষা করে দাফন-কাফন করেছিলেন। মোহাম্মদ রোমান শেখ বলেন, কথা নয় কাজে বাস্তবায়ন করতে চাই। মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে অঙ্গীকার নিয়েছি। এলাকার দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চাই। তাদের মূল্যবান ভোটে দিয়ে যদি কাউন্সিলর হিসেবে আমাকে নির্বাচিত করেন, তাহলে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ণ ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে ৪৪নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাল্লাহ ।

অন্যান্য ওয়ার্ড বা গ্রামের চেয়ে শিক্ষা, দীক্ষা আর বিভিন্ন প্রশাসনিক কর্মকান্ড শিক্ষা প্রতিষ্ঠান এবং মেধাবী ও প্রতিষ্ঠিত মানুষের বসবাস থাকলেও রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা ছাড়া কোন আত্মমর্যাদা পায়নি এই ৪৪নং ওয়ার্ডের লোকগুলো। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে, মানব সেবায় এই মূলমন্ত্রটি সকলের জীবনে কাম্য হওয়া উচিত। উচিত সকলের জীবনে বাস্তবায়িত হওয়া। কিন্তু তা কি হতে পেরেছে, ক্ষমতা, অর্থ লোভ, লালসা মোহ থেকে কোন মানুষ এ সকল জগৎ মোহের উর্দ্ধে থেকে মানুষের হৃদয়ে সমাজ জীবনে এবং রাজনীতি অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করে নিয়েছেন। পৃথিবীতে যারা নিজ প্রতিভার সমুজ্বল ঘটিয়ে মানব জাতীর কল্যাণ সাধন করে জনগনের কাছে একজন মহান ব্যাক্তি হিসেবে আস্থা অর্জন করেন। মহামানবদের জীবনী পাঠ করলে দেখা যায়, তারা সকলেই ছিলেন সৎ চরিত্রবান ও মানব দরদী। ক্ষমা বিনয়, সরলতা, শিষ্ঠাচার, সাধুতা, সত্যবাদিতা আত্মসংযম ও সৎগুণাবলীর অধিকারী হয়ে থাকে। তেমনি ৪৪নং ওয়ার্ডের আদর্শবান, সুন্দর মনের অধিকারী মানুষ ও জনকল্যাণের নিবেদিত প্রাণ মোহাম্মদ রোমান শেখ। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। মানুষের আছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্ববোধই মানুষকে নানা সৎগুণাবলী অর্জন করতে উৎসাহিত করে। মানুষ তার মধ্যে সমাবেশ ঘটায় নানান সৎগুনাবলীর মাধ্যমে। মানুষের গুনাবলীর মধ্যে অন্যতম একটি গুন হলো মানবসেবা। মানবসেবার একটি মহৎগুন। কিন্তু মানসেবার মতো মহৎ গুন অর্জন করা সহজ নয়। আর্থিক সামর্থ্য ও ক্ষমতা থাকা শর্তে ও অনেক মানুষ মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী হয় না। কেবল মাত্র নিজের ভোগ বিলাসে ব্যস্ত থেকে বিলাসী জীবনযাপন করে। ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এ কথার মর্ম তার অনুধাবন করতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সমাজে এমন এমন লোকের সংখ্যাই অধিক। তবুও যে গুটিকয়েক লোকজন ধুশু নিজেদের মধ্যে নিজেকে ব্যস্ত না রেখে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন।

তার সাথে আমাদের যা কথা হয় তা নিম্নে প্রকাশ করা হল-

সংবাদ আলোচনা : আপনার ভবিষ্যত পরিকল্পনা কি এবং এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন ?

মোহাম্মদ রোমান শেখ : আমার ভবিষ্যত পরিকল্পনা হল এলাকার সাবির্ক উন্নয়নে কাজ করা। আমি দীর্ঘদিন যাবত জনসেবা করিয়া আসিতেছি। আমার মনের আশা এলাকার জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি এলাকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাব যাতে আমার এলাকার জনগণে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই আমার কামনা। পরিশেষে এলাকাবাসীসহ সকলের নিকট আমি কামনা করছি।

সংবাদ আলোচনা- আপনার লক্ষ্য ও উদ্দেশ্য কি বলুন ?

মোহাম্মাদ রোমান শেখ ঃ আমি যদি নির্বাচিত হই তবে এলাকার উন্নয়নমূলক কাজ করব, রাস্তাঘাট সংস্কার করব, ড্রেনেজ ব্যবস্থা করব, বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবস্থার উন্নয়ন করব, এলাকার শিক্ষার মান উন্নয়ন করব। গণ কবরস্থান, কলেজ কমিউনিটি সেন্টার ও স্বাস্থ্য সেবা দানকেন্দ্র করার ব্যবস্থা করব, এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব,শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং এই ৪৪নং ওয়ার্ডকে একটি আদর্শ এলাকায় রুপান্তরিত করব।

সংবাদ আলোচনা- আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

মোহাম্মদ রোমান শেখ : আপনাকেও ধন্যবাদ। জনগনের মতামত ঃ মোহাম্মাদ রোমান শেখ এর মতো লোকের দরকার আছে এই সমাজে। কারণ সমাজ সংস্কারের ব্যাপারে যে কোন একজনকে দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব থাকবে কঠিন কঠোর কিন্তু বাস্তবমুখী। মোহাম্মাদ রোমান শেখ তার জীবনে সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন এটাই সকল লোকের কাছে আর্শিবাদস্বরূপ। সমাজে এ ধরণের লোকের যে কতখানি দরকার তা বোঝা যাচ্ছে এলাকার জনগণকে জিজ্ঞেস করলে। কারণ তিনি এলাকার উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত আছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়