মোঃ নূর-ইসলাম নয়ন, দিনাজপুর :
স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী মালিক সমিতি দিনাজপুরের সভাপতি মোঃ মনিুরজ্জামান (পাভেল) এর সভাপতিত্বে সব ধরনের বাথরুম ফিটিংসের কোম্পানী চৌধুরী মেটাল ওয়ার্কস-ঢাকা দিনাজপুর জেলার স্যানেটারী ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান (ডাবলু)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম ও শেখ হাজাঙ্গীর হোসেন। মত বিনিময় সভায় চৌধুরী মেটাল ওয়ার্কস-ঢাকা রংপুর বিভাগের ম্যানেজার (বিক্রয় এন্ড মার্কেটিং) মোঃ মোশফেকুর রহমান শাওন বলেন, চৌধুরী মেটাল ওয়ার্কস এর পণ্য অত্যাধুনিক ও মানসম্মত। সব ধরনের বাথরুম ফিটিংস এখন বাজারের সেরা। দীর্ঘ মেয়াদী টেকসই এবং যুগোপযোগী বাথরুম ফিটিংস এর মালামাল আধুনিক পণ্য হিসেবে সৌখিন গ্রাহকরা ব্যবহার করছে। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চৌধুরী মেটাল ওয়ার্কস ঢাকা’র প্রোডাক্সন ম্যানেজার মোঃ নুরুন্নবী।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply