মোমিনুল ইসলাম, জামালপুরঃ
মেলান্দহ উপজেলা হাজরাবাড়ি পৌরসভার অন্তর্গত পাহাড়ি পটল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। উক্ত বিষয়টি নিয়ে জামালপুর কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, পাহাড়ি পটল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ বদরুদ্দোজা বাদল গংদের সাথে মৃত ওসমান আলী’র ছেলে আঃ ছাত্তারের জমিজমা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে।
উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ১/৪ /২৩ ইং শনিবার দিবাগত রাত অনুমান ৮.৩০ মিনিটের সময় জগৎ পাট্রা গ্রামের সামিউল হকের বসতবাড়িতে আঃ ছাত্তার রাতের খাবার শেষ করিয়া পানি পান করা অবস্থায় বদরুদ্দোজা বাদল, জবান আলী, মোস্তফা, নুরুল আমিন, আশরাফুল, ফরিদুল ইসলাম সহ আরো কয়েকজন বাড়িতে প্রবেশ করিয়া মরিচের গুড়া মেশানো বালি চোখেতে নিক্ষেপ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিতে থাকলে, আঃ ছাত্তারের বড় ভাই সোলায়মান (৬৫) ঘটনাস্থলের দিকে আগাইয়া আসলে বদরুদ্দোজা বাদল রড দিয়ে বারি মেরে গুরুতর আহত করে এবং জবান আলী হত্যার উদ্দেশ্যে রাম’দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে।
ঘটনাস্থল থেকে আঃ ছাত্তার, আঃ বারেক, গুরুতর আহত অবস্থায় সোলায়মানকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অবস্থা গুরুতর হলে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মামলার সূত্রে আরও জানা যায়, মারামারি শেষে রাবেয়া এন্টারপ্রাইজ বিসিআইসি সার ডিলার প্রতিনিধি আঃ ছাত্তারের ব্যবসা প্রতিষ্ঠানের থাকার রুম থেকে জবান আলীর ছেলে ফরিদুল ইসলাম তিন লক্ষ টাকা চুরি করিয়া নিয়ে চলে যায়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply