মোমিনুল ইসলামঃ
হাজরাবাড়ি পৌরসভার উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ ইং যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” – কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় দিবসটিকে।
শুক্রবার ভোর ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করা হয় দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম। জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ – শীর্ষক আলোচনা সভার মাধ্যমে অংশগ্রহণকারীদের নিকট দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সামছুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজরাবাড়ি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান আনন্দ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়।
অতিথিবৃন্দের পাশাপাশি অত্র পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকপাত করে তাদের বক্তব্য উপস্থাপন করেন। মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply