প্রানের বাংলাদেশ রিপোর্ট :
ইয়াবা ব্যবসায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ । এতে ডান হাত ভেঙ্গে গুরুতর আহত হন ইয়াবা ব্যবসায়ী হিসেবে চিহ্নিত চট্টগ্রামের রেলওয়ে পরিবহন বিভাগের পরিচালক মো. বখতিয়ার হোসেন। মুচলেখা দিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় থেকেও ইয়াবা বিক্রি করছিলেন বখতিয়ার হোসেন। আর হাতে নাতে ধরে রেলওয়ের এই কর্মকর্তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক শামীম আহমেদ।
তিনি বলেন, রেলওয়ে পরিবহন বিভাগের পরিচালক বখতিয়ার হোসেন নিজেই একজন মাদকাসক্ত। সে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন থেকেও ইয়াবা বিক্রি করছিল।
তার কাছ থেকে ১ হাজার ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান শামীম আহমেদ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ইবনে শফি আব্দুল আহাদ জানান, গত দুই দিন আগে ইয়াবা বিক্রয় নিয়ে বখতিয়ার হোসেন একটি গ্রুপের সঙ্গে মারামারি করে। এতে তার ডান হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। পরে মুচলেকা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালের কেবিনে বসেও সে ইয়াবা বিক্রী করছিল। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের রেলওয়ে পরিবহন বিভাগের পরিচালক মো. বখতিয়ার হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ মাদক বিক্রীর সন্ত্রাসী সিন্ডিকেট রয়েছে তার। এর আগে তিনি নিজেও ইয়াবা ও গাঁজা সেবনে লিপ্ত হন।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই শহীদ উল্লাহ এ প্রসঙ্গে বলেন, রেলওয়ের পরিবহন বিভাগের পরিচালক বখতিয়ার হোসেনের বিরুদ্ধে ইয়াবা বিক্রীর একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও তাকে ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply