Amar Praner Bangladesh

হুমায়ুন কবির ফারুক এর আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম -দোয়া

 

মোমিনুল ইসলামঃ

 

সদ্য প্রয়াত হুমায়ুন কবির ফারুক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ আগষ্ট ) জুম্মার নামাজ পর হাজরাবাড়ি বাজার ভিত্তিক মসজিদ সহ অন্যান্য মসজিদ, মাদ্রাসায় কুরআন খতম – দোয়া ও তবারক বিতরণ করা হয় এবং ৩০ টি কোরআন শরীফ বিতরণ করা হয়।

১৯৯৬ সালের এসএসসি ব্যাচের বন্ধু সহ ছোট-বড় সকল বন্ধু মহল মিলে এ আয়োজন করা হয়। মরহুম হুমায়ুন কবির ফারুক মেলান্দহ উপজেলা হাজরাবাড়ি পৌরসভা চর আদিয়ার পাড়া আঃ ওয়াদুদ (দুদু) সাহেবের বড় ছেলে ও হাজরাবাড়ি পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান আনন্দ’র ভাগিনা।

তিনি ১৭/০৭/২২ ইং তার কর্মস্থলে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

বিনয়ী, মৃদুভাষী আর বিচক্ষণ ৪৩ বছর বয়সী হুমায়ুন কবির ফারুক সকলের কাছে পরিচিত ছিলেন ‘ফারুক ভাই ’ নামে। সমৃদ্ধ জীবনগল্পে আত্মঅহমিকার লেশমাত্র ছিল না তাঁর। আল্লাহ মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমীন।