গাজী মামুন :
হোপ’স ডোর বাংলাদেশের পক্ষ হতে অসহায়, গরিব ২শ’ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় গতকাল রোজ বুধবার বিকাল চারটা থেকে করোনা ভাইরাসকে ভয় নয়, সচেতন হোন। এই প্রতিপাদ্য নিয়ে গতকাল রাজধানীর একটি আবাসিক বাড়িতে খাদ্যদ্রব্য, ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে হোপ’স ডোর বাংলাদেশ। এ সময় অসহায় ও নিম্নমধ্যবিত্ত প্রায় ২শ’ পরিবারের মধ্যে নগদ অর্থ, খাবার ও ঈদ উপহার বিতরণ করা হয়। হোপ’স ডোর বাংলাদেশের চেয়ারম্যান শামিমুন নাহার লিপি ঈদ উপহার সামগ্রীসহ খাদ্যদ্রব্য বিতরণ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শামিমুন নাহার লিপি বলেন, ১৯৯৫ ইং সাল থেকে বাংলাদেশের মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে হোপ’স ডোর বাংলাদেশ। সারাবিশ্বে করোনা ভাইরাসের প্রকোপে যখন মানুষ দিশেহারা, ঠিক তখনই ছুটে এসেছি মানুষের সেবায়। বিভিন্ন দাতাগোষ্ঠীর অনুদান ছাড়াও নিজে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আসছি এ যাবৎকাল পর্যন্ত। আমি একজন মানবাধিকার কর্মী এবং আমেরিকান সিটিজেন হিসেবে দেশের প্রতি মাতৃত্বের টানে বাংলাদেশে ছুটে আসি বার বার। হোপ’স ডোর বাংলাদেশে এনজিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়াই।
এই করোনাকালীন সময়ে প্রায় ২ হাজার মানুষকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছি গরিব-দুঃখি মানুষকে। আজ আমি ব্যক্তিগত অর্থায়নে ২শ’ পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি বিতরণ করছি। এই দুর্যোগ মোকাবেলায় সবাই ধৈর্য ধারণ করে সরকারের আদেশ মেনে চলে ঘরে থাকুন। দেশ ও জাতির স্বার্থে সবাই ঘরে থাকুন ও সুস্থ থাকুন এই কামনায় করি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply