শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৭ অপরাহ্ন

“হয়ে গেল বাংলাদেশ পাদুকা সমিতি নির্বাচন ২০১৮-২০২০”

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩১ Time View
লিখন রাজঃ গত ১৩ ফেব্রুয়ারি হয়ে গেল বাংলাদেশ পাদুকা প্রস্তুত কারক সমিতি (২০১৮-২০২০) নির্বাচন। এখানে দুটি দল অংশ গ্রহন করে।দুটি প্যানেল থেকে সর্ব  মোট ৫৪ জন অংশ গ্রহন করেছেন। শাহিন-শাহজাহান প্যানেল এবং সিরাজ-সেলিম প্যানেল। খুব সুন্দর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর মাঝে হাজি মোহাম্মাদ  আব্দুল কুদ্দুস রানা সরবচ্ছ ভোট পেয়ে নির্বাচিত হন,তিনি ১৬৯ টি  ভোট পান।শাহজাহান রাহমান সাজু ১৫৫ টি ভোট পান তিনি প্যাসিফিক প্লাস্টিক এর সত্তাধিকার। আমিরুল ইসলাম টিটু ১৪০টি(মিনার প্লাস্টিক)। শহিদুল ইসলাম ১৩৮টি(এস কে প্লাস্টিক)। মোহাম্মদ  হেলাল উদ্দিন ১৩৪টি।হাজী মোহাম্মদ শাহিদ খান ১৩৯টি।রফিকুল হাসান সুমন ১৩২টি(টাইম প্লাস্টিক)। অপর দিকে সিরাজ-সেলিম  প্যানেল এ হাজী সিরাজুল ইসলাম (রাডো) ১২৫টি। আতিক (মধুমতি রাবার) ১২১টি। সেলিম কাদের ১০৮টি।মোহাম্মাদ আলমগীর ১১৬টি।শামিম আহমেদ  উজ্জ্বল ১০৫টি। দিন শেষ এ শাহীন-শাহজাহান প্যানেল জয় লাভ করে।এর মাঝে  কিছু কিছু ভোটার অনুপস্থিত ছিলেন তারা হলেন হাবিবুর রহমান(যমুনা প্লাস্টিক) তার বাবা অসুস্থ থাকাই তিনি দেশ এর বাহিরে ছিলেন।জনাব কাওসার বাবু তিনি বেক্তিগত কারনে কেন্দ্র  তে উপস্থিত  হতে পারেন নি।আমরা আসা করি খুব ভাল ভাবেই দল গঠন হবে।বাংলাদেশ পাদুকা প্রস্তুত কারক সমিতি দিরঘজিবি হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়