রাজু :
রাজধানীর উত্তরার ১২ নং সেক্টরের পশ্চিমপাশে তুরাগ থানা এলাকার মধ্যে বালুর মাঠ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাস্তার পাশের্^ অসহায় ক্যান্সার দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত আব্দুল্লাহ্ নামের একজন ব্যক্তি অনেক গুলো কলাগাছ রোপণ করে নিয়মিত পানি দিয়ে পরিচর্যা করে কলাগাছ গুলোকে বড় করে তুলে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কোন কর্মকর্তা এবং স্থানীয় কোন জনপ্রতিনিধিও এই কাজে তাকে বাঁধা প্রদান করেনি। সবাই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে উপলদ্ধি করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ্ তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে, তার স্ত্রী অন্যের বাসায় গৃহপরিচালিকা হিসেবে কাজ করে। আব্দুল্লাহ্ নিজে ময়লার ভাগারে প্লাষ্টিক, বোতল, কাগজপত্র সংগ্রহ করে জীবীকা নির্বাহ করে আসছে।
কলাগাছে বাগান কেটে ফেলব ভয় দেখিয়ে এই অসহায় আব্দুল্লাহ্র কাছে ১০ হাজার টাকা চাঁদা চায় চন্ডলভোগের তালুর ছেলে বাঁধন। উল্লেখ্য কিছুদিন পূর্বে বাঁধনের বাবা তালু ইয়াবা সহ আটক হয়ে জেল খেটে বের হয়ে আসে। বাঁধনের বিরুদ্ধেও কিছুদিন পূর্বে উত্তরা পশ্চিম থানায় ছিনতাই অপরাধে সাধারণ ডায়েরী হয়।
যার তদন্তভার পড়ে উপ-পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমানের নিকট। অসহায় আব্দুল্লাহ্ বাঁধনের ১০ হাজার টাকা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে, দিনের বেলায় জনসম্মুখে বাঁধন সহ তার ৮-১০ জন সহযোগী আব্দুল্লাহ্র লাগানো সব কলাগাছ কেটে ফেলে এবং হুমকি দেয় আব্দুল্ল্হ্’াকে পেলে জানে মেরে ফেলবে বলে ভয় দেখায়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বাঁধান ক্ষিপ্ত হয়ে তার ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।
তুরাগ থানা এলাকার যুবলীগ নেতা তৈয়্যবুর রহমানে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার মানসম্মান ক্ষুন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্র করার অপচেষ্টা করেছে বলে তৈয়্যবুর রহমান এই প্রতিবেদককে জানান। সংশ্লিষ্ট তুরাগ থানায় বাঁধনের বিরুদ্ধে একটি অভিযোগ ও সাধারণ ডায়েরী হয়। যাহার ডায়েরী নং- ৩৮০, তারিখ- ১২/০৫/২০২০ ইং।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply