সোহেল রানা, কালিহাতী :
টাঙ্গাইলের কালিহাতীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২শ’ হেক্টর ফসলী জমি হুমকির সম্মূখীন হয়ে পড়েছে। সরেজমিনে জানাযায়, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল গ্রামের পশ্চিম পার্শ্বে কুমড়ী বিলে ৮/১০ টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিত ভাবে কতিপয় প্রভাবশালী কস্তুরীপাড়া গ্রামের আব্দুল লতিফ, মতিন ও রনি, ভেঙ্গুলা গ্রামের শাজাহান, ভিয়াইল গ্রামের আজাহার, ঘুণীপাড়া গ্রামের শামীম ও কাদেরসহ তাদের বাহামভুক্ত লোকজন বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা বলে এলাকাবাসীর অভিযোগ। এতে পরিবেশের ক্ষতির পাশা-পাশি এলাকাবাসীর ২শ’ হেক্টর ধানী ফসলী জমি হুমকির সম্মূখীন হয়ে পড়েছে শুধু তাই নয় যে কোন সময় ধ্বসে যেতে পারে আশে-পাশের বসবাসকারী বাড়িঘর গুলো। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, অধিক বালু উত্তোলনকারী এসব ড্রেজার মেশিন প্রতিদিন প্রায় ১ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করছে। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করলেও কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে আমাদের ফসলী জমির ক্ষতিসহ যে কোন সময় আমাদের বাড়িঘর গুলো ধ্বসে যেতে পারে বলেও জানান এলাকাবাসী । এদিকে ড্রেজার মেশিনের মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এসব ড্রেজার মেশিন বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান স্থানীয় এলাকাবাসী। এ ব্যাপারে পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে মুঠো ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, দেখতেছি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply