গোলাম সারোয়ার :
গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন বটতলা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মার্চ শনিবার বিকেলে আভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের বটতলা এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা-মৃত মনজুর আলী, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, শামছুন নাহার ইতি (২১), পিতা-মোঃ নুরুল ইসলাম, জেলা-গাজীপুর, মোঃ রুবেল (২৭), পিতা-মোঃ আরিফ মিয়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, মোঃ সোহেল (২৫), পিতা-মোঃ আরিফ মিয়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও সুমা আক্তার (২০), পিতা-দিলু মিয়া, জেলা-সুনামগঞ্জ।
এ সময় আসামীদের নিকট হতে ২০ কেজি গাঁজা, ০৬ টি মোবাইল ফোন এবং নগদ ৩,২৮০/- টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলার কাপাসিয়া থানাসহ আশ-পাশের এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করে আসছে ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।