সাইফুল মিয়া, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস উদ্যাপিত হয়েছে। এই ভাষার জন্য রফিক, সফিক, জব্বার, বরকত আরো নাম অজানা অনেকই বুকের তাজা রক্ত ঢেলেছেন ঢাকার রাজপথে। সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শদ্ধা ভরে স্মরণ করেছে গোটা জাতি। যথাযথ মরযাদায় পালন করছে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে সাজিয়ে উঠছে দেশের প্রতিটি শহীদ মানারের পাদদেশ। তাই সারা দেশের ন্যায় আলফাডাঙ্গা উপজেলাতেও উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়। প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, আলফাডাঙ্গা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগন পুষ্পমাল্যা অর্পণ করেন। এ সময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আলফাডাঙ্গা উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান জাটিগ্রাম এম এম উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহ্ফিল ও শিক্ষর্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ভাষা শহীদের ছবি চিত্রাঙ্কন, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply