নিজস্ব প্রতিবেদকঃ
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৬ জন নারী। পাশাপাশি ২১ জন ঢাকার বিভাগে ও ১৪ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জনে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১৩ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪২৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হলেন মোট ৫৭ হাজার ৫৬৩ জন। এ পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হলো।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৫৭১ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১২ হাজার ১৬১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply