Amar Praner Bangladesh

২ মাসেও সন্ধান মেলেনি কুষ্টিয়ায় নিখোঁজ সিয়ামের

 

 

হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দূর্বাচার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে সিয়াম হোসেন । ঘটনার পর ২ মাস অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ ওই সিয়াম হোসেন (১৩) ৭ম শ্রেণীতে পড়াশোনা করে।

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণ জোতপাড়া গ্রামের আয়ুব আলী কারিগরের ছেলে।

নিখোঁজ সিয়াম হোসেনের বাবা বলেন, গত ১৫/০৫/২০২২ ইং তারিখে দূর্বাচার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি।

এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, অনেক খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে ১৮/০৫/২০২২ ইং তারিখে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি যাহার নং- ১০৬৯।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় ছেলেটির বাবা থানায় এসে বিস্তারিত জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তদন্ত করছি। ছেলেটিকে উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।