মোঃ আশিকুর রহমান ঃ আগামী ৩০ অক্টোবর থেকে জাতীয় একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আর ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন নির্বাচনের দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
কে এম নূরুল হুদা বলেন, বর্তমান সরকারের মেয়াদ আগামী ২০১৯ সালের ২৮ জানুয়ারী শেষ হবে। সেহেতু আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে।
আগামী সংসদ নির্বাচনে নিবন্ধিত সকল দলই অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে না। সিটমহল, নদী ভাঙ্গন ও প্রশাসনিক জটিলতার কারণে ৬০/৭০টি আসনে সীমানা পুন:নির্ধারণ হতে পারে।
নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলেছেন প্রধানমন্ত্রী, আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সহায়ক সরকার গঠনের আসলে কি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কোন মন্তব্য করার সুযোগ নেই। সকল দলের সাথে সংলাপ হয়ে গেছে। সব দলই নির্বাচনে অংশ নেবে বলে আশা করি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এরপর সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। সেখান থেকে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোঃ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোঃ মাজহার হোসেন প্রমূখ সরকারি কর্মকর্তা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply