বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন

৪৭ বছর পর অবশেষে শহীদ চার মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ নির্মান কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৭০ Time View

মোঃ মমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসির দীর্ঘদিনের কাংখিত বগুড়ার আদমদীঘি সদরের খাড়ির ব্রিজ সংলগ্ন শ্বশান ঘাটিতে পাক-হানাদার বাহিনীর নির্মমতার শিকার চার শহীদ মুক্তিযোদ্ধাদের নামে অবশেষে ৪৭ বছর পর গতকাল সোমবার স্মৃতিস্তম্ভ নির্মান কাজের উদ্বোধন করা হলো। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফীন, উপ-সহকারি প্রকৌশলী আবু হেলাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রহমানসহ নেতৃবর্গ।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীনতার জন্য পশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলায় এই উপজেলায় ৫শতাধিক যুবক মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে ২৫জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এদের মধ্যে আদমদীঘি সদরে পাক-হানাদার বাহিনী ও রাজাকারদের হাতে কোমারপুর গ্রামের আব্দুল জলিল আকন্দ, চকসোনার গ্রামের আলতাফ হোসেন, কাঞ্চনপুর গ্রামের মনসুরুল হক টুলু ও আব্দুস ছাত্তার আটক হন। এরপর পাক-হানাদার বাহিনী বীর এই চার মুক্তিযোদ্ধাকে আদমদীঘি থানায় আটক রেখে মধ্যযুগীয় কায়দায় ৪দিন ধরে প্রকাশ্যে শারীরিক নির্যাতন করার পর ১৯৭১ সালের ১১ নভেম্বর আদমদীঘি সদরের খাড়ির ব্রিজ সংলগ্ন শ্বশান ঘাটিতে দিনের বেলা প্রকাশ্যে গুলি করে হত্যা করে ফেলে রেখে যায়। ১৯৯৬ সালে উপজেলা পরিষদ থেকে এখানে স্মৃতিস্তম্ভের জন্য ভিত্তিপ্রস্তর ও ফলক তৈরী করে রাখা হলেও নির্মান হয়নি। অবশেষে গতকাল সোমবার এই স্মৃতিস্তম্ভ নির্মান কাজের উদ্বোধনের ফলে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসির কাংখিত আশা পূরণ হতে চলেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়