নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এর আগে, শনিবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, তুলার গুদামে স্থাপনা মেরামতের লক্ষ্যে গ্যাস সিলিন্ডার দিয়ে ইস্পাত ওয়েল্ডিং ও কাটিং করার সময় আগুন ধরে যায়। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, ‘৬ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।’
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply