রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আজ বুধবার কোট সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজকতা, নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিন্থিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করাসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার মুক্তিযোদ্ধা ও পেশাজীবিরা মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে । উপজেলা চত্তরে মানববন্ধন চলাকালে সাবেক রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, যুদ্ধকালিন কমান্ডার আঃ কাইয়ুম মীর, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহেবালী মিয়া, বীর মুক্তিযোদ্ধা এম,এম, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন প্রমুখ ।
Leave a Reply