রবিউল আলম রাজু :
রাজধানীর উত্তরা ৭ নং সেক্টরে অবস্থিত উত্তরা হাই স্কুল একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এই স্কুলকে ঘিরে বিএনএস টাওয়ারের কোনা থেকে শুরু করে স্কুলের মুখের রাস্তা হয়ে একদম পশ্চিম দিকের রাস্তার মাথা পর্যন্ত বসেছে হরেক রকম খাবারের দোকান সহ মহিলাদের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকান।
এসবকে ঘিরে সবসময় বখাটেদের আড্ডা চলে দেদার্সে। সকাল থেকে রাত অবদি সবসময় জমজমাট এই এলাকাটি। স্কুল থেকে মেয়েরা আসা যাওয়া করলে ইভটিজিংয়ের শিকার হচ্ছে অনেকে। তাছাড়া এখানে ব্যাঙের মতো গজিয়ে উঠা ভাসমান ফুসকার দোকানের খাবার খেয়ে ইতিমধ্যে অনেকে গেছে হাসপাতালে। বিএনএস টাওয়ারের পিছনে স্কুলের কাছাকাছি রাস্তার উপর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের একটানা চলে মিটিং ও গোপন বৈঠক।
এসব বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের নেই কোন মাথা ব্যথা। গোপন সূত্রে জানা যায়, স্কুল কর্তৃপক্ষ এসব ভাসমান দোকান থেকে প্রতিনিয়ত পাচ্ছে টাকা। আবার পুলিশ সহ রাজনৈতিক পরিচয়েও অনেকে চাঁদা তুলে এসব দোকান থেকে। রাজউকের নিয়ম অনুযায়ী তাদের অনুমতি ব্যতীত কিংবা সেক্টর কল্যাণ সমিতির অনুমতি সাপেক্ষে দোকান দেওয়ার কথা থাকলেও এখানে মানছেনা কেউ নিয়ম।
এসব দোকানের কারণে স্কুলের ছেলেমেয়েরা নিজেদের নিরাপত্তা হারিয়ে যেকোন সময় অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে পারে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply