Amar Praner Bangladesh

৯ বছরের শিশুর কাঁধে ছয় সদস্যের পরিবারের দায়িত্ব

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

নয় বছরের শিশুটি কাজ করে বেকারিতে। মাসে পায় ৩ হাজার টাকা। এই টাকা দিয়েই চলে ছয়জনের পুরো সংসার। অন্যের বাড়িতে কাজ করে মা যা আয় করেন তাতে সংসারের খরচ মেটানো সম্ভব হয় না। শিশুটির নাম তামিম। যে বয়সে হাতে থাকার কথা বই-খাতা, ঘুরে বেড়ানোর

সময় হৈ চৈ করে সেই সময়ে তামিমকে কাঁধে নিতে হয়েছে সংসারের দায়িত্ব। মো. তামিম ময়মনসিংহের ফুলবাড়িয়ার নাওগাঁও ইউনিয়নের হরিরামবাড়ী এলাকার জুলহাস ও তাসলিমা দম্পতির বড় ছেলে। স্ত্রী-সন্তানকে রেখে তামিমের বাবা বিয়ে করেছেন অন্যত্র। এরপর থেকে আর সংসারের কোনো খোঁজ নেন না তিনি। তাই এই বয়সেই সংসারের দায়িত্ব নিতে হয়েছে তামিমকে।

জানা যায়, পাঁচ ভাই-বোনের মধ্যে তামিম সবার বড়। মা তাসলিমাসহ ছয়জনের সংসার তাদের। নিজের থাকার মত কোনো জমি তাদের নেই। তাই বসবাস নানার বাড়িতেই।

তামিমের মা তাসলিমা প্রাণের বাংলাদেশকে জানান, তামিম স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করতো। তামিমের বাবা জুলহাস দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। গত বছরের ডিসেম্বরে জুলহাস আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকেই সংসার চালাতে হিমশিম খেতে থাকেন তিনি। তিনি বলেন, ‘সংসার চালানোর জন্য আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি। সংসারের অভাব অনটনের কারণে ছেলেকে মাদরাসা থেকে এনে স্থানীয় টেকির বাজার একটি বেকারিতে কাজে দিয়েছি। সেখান থেকে মাসে ৩০০০ টাকা দেয়। এই টাকা দিয়েই আমার সংসার চলে।’