Amar Praner Bangladesh

আনিছ মাহমুদ লিমন : রোহিঙ্গা নির্যাতন বন্ধে ও তাদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবীতে, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের মানববন্ধন কর্মসূচী, জাতীয় প্রেসক্লাবের সামেন শুক্রবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন, কমান্ডার নুর ইসলাম মোল্লা, সভাপতি কেন্দ্রীয় কমিটি ও শামসুল হক ডালী, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি আ.আ.ম.স আরেফিন সিদ্দিকি। আরো উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতাকর্মী ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আনিছ মাহমুদ লিমন, তথ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ, ঢাকা মহানগর উত্তর।