গাজী মামুনঃ
আসছে কোরবানির ঈদে সবচেয়ে মজার নাটক হওয়ার সম্ভাবনা রয়েছে road-টু মিডিয়া নাটকটি, রচনা ও পরিচালনায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া,অভিনয়ে-মীর সাব্বির, অলিউল হক রুমি, ফারজানা রিক্তা, মুসাফির সৈয়দ বাচ্চু, সীমান্ত, নিলা ইসলাম, বাদল, আমিরুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে, নাটকটি চিত্রগ্রহণের কাজ করছেন আলোচিত চিত্রগ্রাহক মীর হান্নান, সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ফয়সাল আহ্মেদ।
বর্তমান সমসাময়িক খুঁটিনাটি মিডিয়ায়ার বিষয় নিয়ে এই নাটকটি নির্মাণ করতে যাচ্ছেন জিয়াউর রহমান জিয়া, এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মিডিয়াকর্মীদের নাটক নির্মাণ করতে গিয়ে বিভিন্ন ধরনের কষ্ট করতে হয় যেটা কিনা টিভি স্ক্রিনে বসে থাকা মানুষগুলো কখনো জানতে পারেনা, সেই সব বিষয়গুলো দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য এই নাটকটি নির্মাণ করতে যাচ্ছেন , তিনি আরো বলেন আগামী দিনে মিডিয়া কর্মীদের আরও মনোযোগ সহকারে অভিনয় করতে হবে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে হবে, কারণ দর্শকরাই হলো অভিনেতা-অভিনেত্রীদের প্রাণ, আগামী ঈদুল আজহায় এ নাটকটির সর্বস্তরের মানুষকে আনন্দ দিবে বলে ভাবছেন এই নির্মাতা, সবাইকে রোড টু মিডিয়া নাটক দেখার আহ্বান করেছেন, এর আগেও তার নির্মিত কিছু নাটক জনপ্রিয়তা লাভ করেছে, তার মধ্যে বরিশাল টু ঢাকা, মধ্যরাতের সেবা, আস্থা অন্যতম, এই নাটকটি তেমনি বিনোদন দিবেন বলে ভাবছেন, আসছে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সকল দর্শকদেরকে নির্মাতা জিয়াউর রহমান জিয়া।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply