শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

UMIMCC/UMML প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩০ Time View

 

 

এস এম নূর ইসলামঃ

 

UMIMCC/UMML প্রকল্পের আওতায় GIZ এর কারিগরি সহায়তায় Access to Social service (Phase-2) এর সূচনা কর্মশালা

জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনের নগর ব্যবস্থাপনা- আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (UMML আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ UMIMCC প্রকল্পটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (BMZ) এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউ অর্থায়নে চলমান রয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১২ এপ্রিল ২০২৩, খুলনা সিটি কর্পোরেশনে GIZ এর কারিগরি সহায়তায় Access to Social service by Monthly Meeting এর সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জলবায়ু অভিবাসী, শহরে অতি দরিদ্র জনগোষ্ঠি এবং ইউরোপ ফেরতদের সরকারি সামাজিক সেবা সমূহে প্রবেশাধিকার বৃদ্ধি, তাদের জীবন মান উন্নয়ন এবং বাস্তবায়নকৃত বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সমন্বিত অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণমতামত ও সুপারিশ গ্রহণ করা হয়, যাতে করে তা স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও সরকারের এসডিজির লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লস্কর তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক জনাব আব্দুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জনাব আবির উল জব্বার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, শহর সমাজসেবা কর্মকর্তা আবিদা আফরিন, রাকিবুল ইসলাম তরফদার, সায়েদুজ্জামান, মানব মন্ডল, GIZ এর রিজিওনাল এডভাইজার জনাব আতিয়ার রহমান ও বিভিন্ন সরকারী- বেসরকারী কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব, খান মোতাহার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ESOLVE Int. Ltd. এর সিটি কো- অর্ডিনেটর মোঃ মঞ্জুরুল হুদা।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে জিআইজেড বাংলাদেশ কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এই প্রকল্পের উদ্দেশ্য হল খুলনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল ও সাতক্ষীরা শহরে প্রয়োজন ভিত্তিক পদক্ষেপের মাধ্যমে ৪৬ টি বস্তিতে জলবায়ু অভিবাসীদের জীবন যাত্রার মনোন্নয়ন করা।

এই প্রকল্পটি বাস্তবায়নের জলবায়ু অভিবাসী অতি দরিদ্র জনগোষ্ঠীর সরকারি সামাজিক সেবা সমূহে প্রবেশাধিকার বৃদ্ধি পাবে ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়