মীর আবু বকরঃ
সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অসমতা দূর করি এইডস মুক্ত বিশ্ব করি’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমানের সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিঃ জেলা সার্বিক মোঃ রেজা রশিদ,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোঃ হাশেম আলী,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার,মেডিকেল অফিসার এিতীথ ঘোষ, নার্সিং সুপার ভাইজার শেফালী সরকার, মহিলা বিষয় কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,সুশীলন সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান।এসময় বক্তারা বলেন,কোন ব্যক্তি এইডস আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা নিন।এইডস রোগ কোন সোয়াচে রোগ নয়, যেকোনো মানুষ তার সংস্পর্শে যেতে পারবে।সকল রোগীদের প্রতি অসমতা দূর করতে হবে। আতঙ্কিত না হয়ে যথা সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।এইডস রোগ হতে রক্ষা পেতে প্রতিরোধমূলক কনডম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে জনসচেতনতা কোন বিকল্প নাই।
এ সময় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।এ পূর্বে সকাল ১০ টায় সিভিল সার্জন অফিসের হতে বিশ্ব এইডস দিবসের বর্ণাঢ্য র্যালি বের শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে সিভিল সার্জন অফিসের সভায় মিলিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply