মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১১তম ব্যাচের বিদায় উপলক্ষে দোযা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর ২০২২ খ্রিঃ) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা নগরীর রামমালা রোড ঠাকুরপাড়ায় প্রতিষ্ঠানের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ডাঃ স্নিগ্ধা সরকার, ডাঃ সাইফুল ইসলাম, শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন প্রমূখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আলী আহসান (টিটু)।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের হিসাব রক্ষন কর্মকর্তা মোহাইমিন রাফি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, আমিনুল ইসলাম ভুঁইয়া, অফিস সহকারি রিপন, রফিক, তপন প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অতিথিবৃন্দ সম্মাননা স্মারক প্রদান করেন।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন,দেশের স্বাস্থ্যসেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ-প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগগুলোর ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকগুলোর ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহুদূর।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply