আবুল কালাম মৃধা, কোটালীপাড়াঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনতা ব্যাংক লিঃ এর উদ্যোগে দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায়, জনতা ব্যাংক লিঃ এর সৌজন্যে এ কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জনতা ব্যাংকের- জিএম শাহ্ মোঃ আসাদুল্লাহ, ডিজিএম নাজিউর রহমান, জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার ম্যানেজার মহিউদ্দিন মোল্লা, ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়া সহ জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এ বছর জনতা ব্যাংক লিঃ শীতার্থ মানুষের মাঝে ৫শ পিচ কম্বল বিতরণ করে।
এ ছাড়াও একই দিনে উপজেলার কলাবাড়ী ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কলাবাড়ী ইউপি পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা, ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য, হরেন্দ্রনাথ বালা, সূর্যকান্ত বাড়ৈ, অসীম কুমার রায়, রিপোর্টাস ক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Leave a Reply