নাজিম সরদার, খুলনা :
রুপসা উপজেলা আইচগাতী ইউনিয়নের সেনের বাজার থেকে সরকারি বঙ্গবন্ধু কলেজ পর্যন্ত বেহাল অবস্থা।
রাস্তাটি সংস্কারের অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে, এলাকাবাসী ও যাত্রীদের, পথযাত্রী ও এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায় সেনেরবাজার রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীরা চলাচল করে।
সেনেরবাজার থেকে ছেড়ে যাওয়া কালিয়া, নড়াইল, তেরখাদা, মোল্লারহাট সহ বিভিন্ন রুটের যানবাহন চলাচল করে , ট্রাক, বাস, অটোরিকশা, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন, স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা চাকরিজীবী সাধারণ জনগণ ও রোগী বহনকারী এম্বুলেন্স চলাচল করে।
ব্যস্ততম সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যানজট বেড়ে গেছে পথযাত্রীরা জানায় রাস্তাটি অতি জরুরী প্রশস্ত করা ও সংস্কারের প্রয়োজন, পথযাত্রীরা আরো বলেন যাত্রীবাহী যানবাহনের জন্য জরুরী ভিত্তিতে সঠিক জায়গা নির্ধারণ করা প্রয়োজন।
সেনের বাজার রাস্তায় এই যানজটের কারণে আমরা সময় মত চাকরিতে যেতে পারি না, আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে সময়মতো পৌঁছাতে পারি না, দুটি বাস একসঙ্গে ওভারটেক করতে গেলে আর যাতায়াতের কোন জায়গা থাকে না, পথযাত্রী ও এলাকার সাধারণ মানুষ সরকারের কাছে অতি শীঘ্রই রাস্তাটি প্রশস্ত ও সংস্কারের দাবি জানাই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply