মো : মনির হোসেন ঃ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া ময়েজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই শিক্ষককে আটক ও নয় ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। আটককৃত দুই শিক্ষক হলেন- চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিব কুমার দেবনাথ ও জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে , কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন জানান, দায়িত্বে অবহেলার জন্য নোয়াপাড়া ময়েজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষককে আটক করা হয়। পরে এ বছরের পরীক্ষা থেকে তিন ছাত্রকে বহিষ্কার এবং ছয় ছাত্রকে শুধু গণিত পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
Leave a Reply