মো : মনির হোসেন ঃ রবিবার (১৮ ফ্রেব্রুয়ারি ) গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় সাইফুদ্দিন আহম্মেদ মুকুল (৪৮) নামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত সাইফুদ্দিন আহম্মেদ মুকুল (৪৮) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালীদহ এলাকার কাজী মহিউদ্দিনের ছেলে। তিনি প্রাণ কোম্পানির টঙ্গী জোনের জোনাল ম্যানেজার ছিলেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে, ওসি কামাল বলেন, মুকুল প্রতিদিনের মত রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। চেরাগআলী এলাকায় একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply