আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ :
ঝিনাইদহের নাটাবাড়িয়ায় জমির বিরোধে একঘরে নাটক করছেন। ভাইয়ে ভাইয়ে জমি-জমা বিরোধকে কেন্দ্র করে এলাকাজুড়ে তোলপাড় হচ্ছে। টাকার জোরে ও জেদাজেদির বশিভুত হয়ে জোর করে আপন ভাইয়ের জমি দখল কারার চেষ্টা করছে হলিধানি ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের বারেক শেখ। একের পর এক হয়রানিমুলক মামলা দায়ের করছে আপন মেঝো ভাই আমিন শেখের বিরুদ্ধে। গ্রামবাসী জানায়, ভাইকে জব্দ করতে ও জমি ফেরত না দেয়ার ধান্দায় বারেক শেখ “একঘরে” নাটক করেছেন। হলিধানী ইউনিয়নের “নাটাবাড়িয়া গ্রামের একঘরে পরিবারকে জাতে তুলতে ১৫০ জনকে ভুড়িভোজ করানো হয়েছে এমন ঘটনা সম্পুর্ন বানোয়াট বলে দাবী করেছেন গ্রামবাসী। তারা আরো জানান, বিচারে জমি ফেরত নিয়ে আমিনকে দিয়ে দেবে। সাংবাদিকদের নিকট আবুল শেখ ও বারেক শেখের অপকর্মের প্রতিবাদ জানায় গ্রামবাসি। প্রতিবেশিরা জানায়, সেজো ভাই বারেক শেখ কৌশলবাজী ও টাকাওয়ালা আর মেঝো ভাই আমিন শেখ দিন মুজুর। বড় ভাই আবুল শেখ ও বারেক শেখ মিলে সেজো ভাই আমিন শেখের জমি গ্রাস করতে বিভিন্ন সড়যন্ত্র করে চলেছে । গ্রামের ৫১৫ দাগে আমিন শেখ এর ১৩.৬৬ পয়েন্ট জমি জোর করে দখল করার চেষ্টা করছে বারেক শেখ। ৪১শতক জমি চার ভাইয়ের নামে রেষ্ট্রি করেন। এরমধ্যে ছোট ভাই মারা গেলে তার স্ত্রীর কাছ থেকে তিন ভাই মিলে তার অংশ ক্রয় করে। এরপর ৪১ শতক জমির মালিক হয় বাকি তিন ভাই ,আমিন শেখ, বারেক শেখ ও আবুল শেখ। বড় ভাই আবুল শেখ ১৩.৬৬ জমি বারেকের কাছে এয়াজ করে নিয়েছে। আমিন শেখ তার জমি এয়াজ না করে দেওয়ায় বারেক শেখ বিভিন্ন ভাবে মিথ্য মামলা দিয়ে হয়রানী করছে। বারেক অন্যায় ভাবে টাকার জোরে আমিন শেখের নামে সন্ত্রাসী মামলা দিয়েছে। এই মিথ্যা মামালা করা উচিত নয়। নাটাবাড়িয়া ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, বারেক শেখ মিথ্যা মামলা আর একঘরে নাটক করে আমিনকে চাপে ফেলে তার জমিটি মেরে দিতেই এত কৌশল করছে। বরং কেউ যদি মিমাংসার কথা বলে তাকে মিথ্যা মামলার দেওয়ার হুমকি দেখায়। জমি দখল করার চেষ্টা করার সঙ্গে সঙ্গে উল্টো আমিন শেখের নামে ৫টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এদিকে হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মিয়া জানান, বারেককে শালীশের জন্য ইউনিয়ন পরিষদ থেকে অনেক বার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি স্থানীয় সরকারকে তোয়াক্কা না করে বারংবার আমিনের নামে মামলা করেই যাচ্ছেন। এ ব্যাপরে অভিযুক্ত বারেক শেখের সাথে কথা হলে তিনি জানান, মেঝো ভাই আমিন ও গ্রামবাসিরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি কোর্টে মামলা করার কারনে ইউনিয়ন পরিষদের সালিশে যায়নি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply