মোঃ মুজাহিদুল ইসলামঃ গতকাল শুক্রবার গাজীপুর মহানগর টঙ্গী থানাধীন মধুমিতা রোড প্রাঙ্গণে টঙ্গী থানা জাতীয় পার্টির কর্মীসভা ও সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুস সামাদ-সভাপতি জাতীয় পার্টি টঙ্গী থানা, সভা পরিচালনা করেন এইচ এম আলাউদ্দীন – যুগ্ম সাধারন সম্পাদক জাতীয় পার্টি গাজীপুর মহানগর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাধানে ছিলেন- মোঃ আল-আমিন মুন্না- সদস্য সচিব জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি কেন্দ্রীয় কমিটি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ-আলম মোড়ল-সভাপতি জাতীয় পার্টি ৫৬ নং ওয়ার্ড গাজীপুর মহানগর, মোঃ গাজী সুলায়মান – সহসাধারণ সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি ও সহ সভাপতি জাতীয় পার্টি গাজীপুর মহানগর। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাত সুলতানা আঁখি। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাঃ মোঃ আজিজুর রহমান আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন মোঃ আল-আমিন মুন্না সদস্য সচিব জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি কেন্দ্রীয় কমিটি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সকল নেতা কর্মী এবং এলাকার সাধারণ জনগন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আসুন আমরা সবাই জাতীয় পার্টির পতাকা তলে দাঁড়াই, হাতে হাত ও কাধে কাধ রেখে দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।তাই আসুন আমাদের জাতীয় পার্টির পতাকা তলে।
Leave a Reply