মোঃ মুজাহিদুর ইসলামঃ গাজীপুর মহানগর টঙ্গী থানাধীন ৫৭নং ওয়ার্ড টঙ্গী বাজারে চলছে গরুর মাংস বলিয়া মহিষের মাংস বিক্রয়। টঙ্গী ইজতেমায় আগত মুসল্লিদের সঙ্গে চলছে এই প্রতারণা। সারেজমিন ঘুরে দেখা যায়, টঙ্গী রেল ব্রীজের পাশে গরুর হাট সেখানে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্মিত দুই চালা টিনের ঘর পাঁকা বিট। সেখানে গরু জবাই করার জন্য নির্দিষ্ট জায়গা। কিন্তু সেখানে দেখা গেছে একের পর এক মহিষ জবাই করছে। আর জবাই এর কাজ করছে কসাই নিজেই। মহিষ জবাই করে চামড়া ছিলে মাংস আলাদা করে ভ্যান গাড়ীতে করে টঙ্গী বাজার মাংসের দোকানে উঠালেই হয়ে গেল গরুর মাংস। জবাই করার আগ পর্যন্ত থাকে মহিষ আর জবাই করার পরে হয়ে যায় গরুর মাংস। এ বিষয়ে কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায় যে, এখানে যারা মাংসের দোকনদার আছে তারা বেশী মুনাফার আশায় মহিষের মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দেয়। তবে মাংসের উপর সিটি কর্পোরেশনের লোক জন সকাল বেলা সিল মেরে দেয় গরুর মাংস। এই মাংস বিক্রেতা গন বিশ্ব ইজতেমার মুসল্লিদের সঙ্গে করছে প্রতারণা। টঙ্গী বাজার ঘুরে কোথাও কোন সিটি কর্পোরেশনের লোক জন পাওয়া যায়নি। তবে পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশন এর উচিত অতি দ্রুত এই সমস্ত প্রতারকদের গ্রেফতার করে আইনের আওতায় আনা। তা না হলে আবার ১৯ শে জানুয়ারী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময় ঐ রকম প্রতারণা করবে বলে মনে করেন এলাকাবাসী।
Leave a Reply