মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিদেশী ১০০ বোতল মদ সহ মাদক কারবারি মোঃ নবী হোসেন (৩০) কে আটক করেছে র্যাব-১৪ জামালপুর। নবী হোসেন নালিতাবাড়ী থানার টালকী পশ্চিমপাড়ার মোঃ আবু মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১(জামালপুর) ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর সন্ধ্যা সরে সাতটার দিকে উপজেলার পূর্ব সমচূড়া লিচুবাগান এলাকায় ওই অভিযান চালানো হয়। এসময় সবুজের মুদি দোকানের সামনে থেকে নবী হোসেনকে আটক করে তার কাছে থাকা ওই ১০০ বোতল মদ ও একটি মোবাইল সেট (সিমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ অবৈধ মদের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা এর উপস্থিতিতে ওই অভিযান চালানো হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে অভিযুক্তকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪ জামালপুর এর সিনিয়র সহকারি পুলিশ সুপার এম.এম. সবুজ রানা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply