নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি :
তথ্য অধিকার আইন কার্যকর করা এবং তথ্য প্রবাহের লক্ষ্যে নীলফামারী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে (২৯ নভেম্বর) স্থানীয় শহীদ মিনারে সকাল ১১ টায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী তথ্য মেলার শুভ উদ্বোধন করেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডাক্তার মোঃ জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার।
বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি তাহামিন হক ববি। তথ্য মেলায় নাগরিকদের সাথে মতবিনিময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সনাক।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply