মোঃ লোকমান হোসেন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভান্ডারিয়ার কয়েকশ সহকারী শিক্ষক মানববন্ধন কর্মসূচী পালন করে। বিকেলে ৩ টা থেকে ৪টা পর্যন্ত একঘন্টার মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহামন, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, শাহজাহান মৃধা, এনায়েত হোসেন রোকন, মো. রেজাউল শরীফ, মো. শহিদুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একদফা সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply