খান পাপেল :
বাগমা সভাপতি জনাব জুবায়ের পারভেজ ও সাধারণ সম্পাদক BAGMA (বাগমা) এবং চেয়ারম্যান বাগমা (BAGMA) ইনস্টিটিউট জনাব এ পারভেজ লাবু নেতৃত্বে, দেশের আর্থসামাজিক উন্নয়নে ও পোশাক শিল্পকে আরো একধাপ এগিয়ে নিতে বাগমা ইন্সটিটিউট এবং বাগমা এসোসিয়েশন যৌথভাবে আরএমজি এবং টেক্সটাইলের জন্য বছরব্যাপী ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় ২৫ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ( ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং) ডে-লং ট্রেনিং ও সার্টিফিকেট প্রদান করা হয়। ২০২২ সালে বিভিন্ন টপিকের উপর মোট ১২ টি ট্রেনিং এর মাধ্যমে ১২শত থেকে ১৫শত জনকে (মিডিল টু টপ ম্যানেজমেন্টকে) ট্রেনিং প্রদান করা হয়।
টেক্সটাইল এবং গার্মেন্টস ডিভিশন এর সিনিয়র এক্সপার্টদের সমন্বয়ে একটি আধুনিক ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে। প্রতিটি ট্রেনিংয়ে বিভিন্ন রিপোর্টেড কোম্পানির সিইও/ অপারেশন হেড গন ট্রেনিং এবং নলেজ শেয়ার করবেন। ট্রেনিং সেশনের উদ্বোধনী প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ হাবিব হাসান এমপি ঢাকা-১৮।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএম মাহবুবুল আলম চৌধুরী এক্সিকিউটিভ ডাইরেক্টর মাসকো গ্রুপ, মোহাম্মদ কাউছার আলী সিওও কমফিট কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিক সিওও এসএম নীটওয়্যার লিঃ, মোঃ আব্দুল হাকিম সিএমও হুরাইন হাইটেক ফ্রেবরিক লিমিটেড, শেখ মোহাম্মদ আবু মুসা টেকনিক্যাল ডাইরেক্টর পলমল গ্রুপ, মোহাম্মদ মির্জা সিপিও ডিবিএল গ্রুপ, শহিদুল ইসলাম প্লান্ট হেড পিনাকী গ্রুপ সহ বাগমা ইনস্টিটিউট এবং বাগমা এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সময় উপযোগী পদক্ষেপ নেয়ার জন্য বাগমার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে বাগমাকে সহযোগিতা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ ও সরকারের সুদৃষ্টি কামনা করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply