তৌকির আহাম্মেদ হাসু ঃ জামালপুরের সরিষাবাড়ীতে প্রশ্ন ফাঁস ঘটনায় ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।গতমঙ্গলবার রাতে সরিষাবাড়ী আরইউটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে’র সহকারী কেন্দ্র সচিব অরুণ কুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং-১৩,তারিখ-১৩-২-২০১৮।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,২০১৮ সালের এসএসসি পরীক্ষার ১৩ ফেব্রুয়ারী পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র সকাল ৯ ঘটিকায় উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমীন এর মাধ্যমে পুলিশী পাহারায় পরীক্ষার কেন্দ্রে আনা হয়। পরীক্ষার কেন্দ্রের ২০০/২৫০ গজ উত্তরে মুকুল নিকেতন কোচিং সেন্টারের সংলগ্ন লুৎফর রহমানের ভাড়া বাসায় পরীক্ষা শুরুর পূর্বে সকাল ৯টার দিকে ১৫ কতিপয় ছাত্র-ছাত্রী ও অভিবাভক,শিক্ষক মিলে এসএসসি পরীক্ষা/১৮ এর পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রশ্ন পত্রের উত্তর করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফিরোজ আল মামুন মামলার বাদীকে বিষয়টি অবহিত করেন।পরে মামলার বাদী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে লোকজন ছুটাছুটি করে পালিয়ে যায়।এ সময় শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক স্থানীয় পৌর সভার বলারদিয়ার গ্রামের বাসিন্দা ফারুক আহাম্মেদ(৪২),চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী রুমানা আক্তার রিয়া(১৬),মেহেনাজ তাবাসসুম(১৫),মারজিয়া মুস্তাহা(১৬) পরাগ ফারদিনা(১৬),জাহিদ হাসান সৌরভ(১৬)কে আটক করে থানা পুলিশের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাসের ঘটনা সত্যতা পাওয়ায় তাদেরকে মামলায় আসামী করা সহ ৫ জন কে বহিস্কারও করা হয়। মামলায় ৫ জন আসামী শিশু বিধায উপজেলা সমাজ সেবা অফিসার(প্রভেশন অফিসার) রুহুল আমীন এর নিকট শিশু আইন ২০১৩ মোতাবেক আদালতে হাজির করার শর্তে জামিন প্রদান করা হয়। অপর প্রধান আসামী ফারুক আহাম্মেদ(৪২) কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।উল্লেখ মামলার আসামী দের সাথে ফারিয়া আহাম্মেদ ঐশি,কামরুন নাহার মিম,সুমাইয়া জাহান প্রার্থনা,রাইশা ফারজানা স্বর্ণা সহ আরো ১৫/১৬ জন জডিত ছিল।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ এর কক্ষে জব্দকৃত আলামতের মধ্যে ফারুক আহম্মেদ এর নিকট হইতে একটি হাউয়াই মোবাইল, চিলড্রেন্স হোম পাবলিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী রোমানা আক্তার রিয়া এর নিকট হইতে অপো মোবাইল ম্যাসেঞ্জরে মেসেজের মাধ্যমে বীধসসসসসসসসস নামে গ্রুপ হইতে পদার্থ বিজ্ঞান পরীক্ষার বহু নির্বাচনী গ সেটের প্রশ্ন ও উত্তরপত্র এবং এসএসসি পরীক্ষা ২০১৮এর প্রবেশপত্র ,মেহেনাজ তাবাসসুম এর নিকট থেকে এসএসসি পরীক্ষা ২০১৮ এর প্রবেশপত্র ও কেসিও ক্যালকুলেটার ,মারজিয়া মুন্তাহা এর কাছে লাভা মোবাইল হতে বীধসসসসসসসসস নামে গ্রুপ হইতে পদার্থ বিজ্ঞান পরীক্ষার বহু নির্বাচনী গ সেটের প্রশ্ন ও উত্তরপত্র,জাহিদ হাসান সৌরভ এর নিকট হতে স্যামপনি মোবাইল ম্যাসেঞ্জরে মেসেজের মাধ্যমে বীধসসসসসসসসস নামে গ্রুপ হইতে পদার্থ বিজ্ঞান পরীক্ষার বহু নির্বাচনী গ সেটের প্রশ্ন ও উত্তরপত্র,জব্দ তালিকা করেন সরিষাবাড়ী থানার এস আই আবু ছাইদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ফিরোজ আল মামুন জব্দ কৃত আলামত উপস্থাপন করেন।মামলাটি ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা(অপরাধ) এর ৪২ নং আইন পাবলিক পরীক্ষা(এসএসসি) এর প্রশ্নপত্র ফাস ও প্রকাশে সহায়তা করার অপরাধ ধারায় রুজু করা হয়েছে। এ দিকে চিলড্রেন হোম পাবলিক স্কুলের ইংরেজী শিক্ষক শহিদুল ইসলাম নিরব কে প্রশ্নপত্র ফাস ঘটনায় জডিত সন্দেহে আটক করা হলেও ৭ ঘন্টা থানা হাজতবাসের পর তাকে মুক্তি দিয়েছে পুলিশ। এ নিয়ে সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভ ও নানা সমালোচনার ঝড় বইছে।
প্রশ্নপত্র ফাস বিরোধী অভিযান পরিচালনা করে-উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফিরোজ আল মামুন,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান,ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম।
Leave a Reply