মীর আবু বকরঃ
খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মইনুল হক বিপিএম (বার) পিপিএম সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেছেন। খুলনা রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয় প্রবেশ করেন। পরে জেলা পুলিশের সার্বিক কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন। বেলা ১ টায় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। দুপুরে পুলিশ লাইন ডিলসেটে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক বিপিএম (বার) পিপিএম।
সাতক্ষীরায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিতে, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আতিকুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সহকারি পুলিশ সুপার দেবহাটা সার্কেল জামিলুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ জাহিদ বিন আলম, সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ বাবলুর রহমান খান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শ্যামল কুমার। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ পূর্বে বেলা সাড়ে ১১ টায় নবাগত খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক বিপিএম (বার) বিজয়ের মাসে সাতক্ষীরায় আগমন উপলক্ষে শহরের খুলনা রোড মোড়স্হ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় নবাগত রেঞ্জ ডিআইজি মইনুল হক বিপিএম (বার) সাতক্ষীরা আগমন উপলক্ষে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ফুলেল শুভেচ্ছা জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply