মোঃ আশিকুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় গাড়ি পুড়ানোর অভিযোগে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সাধারন সম্পাদক তারিকুল হাসান সহ ১৬ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার এসআই হাফিজুর রহমান(২) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলায় ইতিমধ্যে এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কাটিয়া এলাকার হামিদুল ইসলাম খান, কলারোয়া উপজেলার ওমর আলী, কালিগঞ্জ উপজেলার আব্দুল মোমিন, সদর উপজেলার কাশেমপুর গ্রামের গোলাম রসুল ও একই উপজেলার কুচপুকুর গ্রামের গোলাম রহমান। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহার নামীয় বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply